Naiem Rana

Entrepreneur

Domain Investor

Tech Enthusiast

Naiem Rana

Entrepreneur

Domain Investor

Tech Enthusiast

ARTICLE DETAILS

ইন্টারনেট কি?

January 19, 2021 টেকগপ্পো
ইন্টারনেট কি?

বৈশ্বিক যোগাযোগ ব্যাবস্থা এখন অনেক উন্নত হয়ে গেছ। আগে যোগাযোগের জন্য চিঠি আদান-প্রদান করা হতো, ধীরে ধীরে সেটাই ইলেক্ট্রিক চিঠি তথা ইমেইলে পরিবর্তন হয়েছে। বর্তমানে ইমেইল ছাড়াও অনেক যোগাযোগের মাধ্যম রয়েছে, যা ইন্টারনেটের জন্যই সম্ভব হয়েছে। আমরা অনেকেই মনে করি ইন্টারনেট মানেই অনলাইন বা ভার্চুয়াল ওয়ার্ড, কিন্তু ইন্টারনেট হলো একটি সাধারণ কম্পিউটার নেটওয়ার্ক। আমাদের দৈনন্দিনের তথ্য আদান-প্রদানের পিছনে হাজার কম্পিউটার একসাথে কাজ করে যাচ্ছে। একটি রাস্তার কথা ভাবুন যা পুরো পৃথিবী জুড়ে পেঁচিয়ে রয়েছে। যেমন করে রাস্তা দিয়ে ট্র্যাফিক বয়ে গিয়ে তার গন্তব্যে পৌঁছে ঠিক তেমনি বিভিন্ন কম্পিউটার দিয়ে ডেটা বয়ে গিয়ে তার গন্তব্যে পৌঁছে। আর এটাই হলো ইন্টারনেট এর মূল ভিত্তি। ইন্টারনেট হলো আসলে একেকটি আলাদা কম্পিউটারের একসাথে সংযুক্ত হয়ে থাকার একটি সিস্টেম (আপনার ঘরের কম্পিউটার, অফিসের কম্পিউটার, স্কুল কলেজের কম্পিউটার)। একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যোগাযোগ স্থাপনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। কোন কম্পিউটার গুলো সংযুক্ত থাকে পুরাতন কপার ক্যাবল দ্বারা আবার কোন গুলো ফাইবার-অপটিক ক্যাবল (যা আলোর স্পন্দনের মধ্যে ডাটা সেন্ড করে) দ্বারা আবার কোন কম্পিউটার গুলো বেতার কানেকশানে যুক্ত থাকে (বেতার কানেকশান মানে আমরা যাকে ওয়্যারলেস বুঝি, এটি রেডিও তরঙ্গের মাধ্যমে সংযোগ স্থাপন করে) এবং কোন কম্পিউটার গুলো স্যাটালাইটের সাথে সংযুক্ত থাকে। আমাদের প্রেরিত তথ্যগুলো এইসব মাধ্যম দিয়েই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রেরণ হয়। আর এইভাবেই আমরা উপভোগ করতে পারি ইনস্ট্যান্ট ম্যাসেজ সুবিধা, ইমেইল সেবা, অথবা ডাউনলোড করি এমপিথ্রী মিউজিক ফাইলস।

আশা করছি ইন্টারনেট কি তা বুঝতে পেরেছেন। কোন প্রশ্ন বা উপদেশ থাকলে মন্তব্যে জানাবেন এবং ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

Taggs:
Write a comment